শেরপুরে বীরস্মৃতি ৭১ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। ২১ জুন সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এ বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনার কলি মাহবুব।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শেরপুরের বীর মুক্তিযোদ্ধা গণদের ছবি ও প্রত্যেকের স্মৃতিচারণ মূলক বক্তব্য বিডিও ফুটেজের মাধ্যমে তুলে ধরা
হয়।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানের শুরুতে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে স্মৃতিচারণ ও জেলা প্রশাসক আনার কলি মাহবুব এর সফলতার বিষয়ে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার আ.স.ম নুরুল ইসলাম হিরো।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব এটি এম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মুক্তাদিরুল আহমেদ, নেজারত ডেপুটি কালেক্টর এনডিসি মোঃ মিজানুর রহমান, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান প্রমুখ।
