আমি আজ নিঃসঙ্গ কয়েদী
করোনার করালগ্রাসে
পরে আছি জনমানবহীন কোয়ারেন্টাইনে।

যেখানে নেই মা বাবা,ভাইবোন।
নেই কোন বন্ধুস্বজন,
নিঃসঙ্গ কয়েদীর মতো নির্জন ঘরে।

যেখানে নেই কোন জনমানব
পাখিদের কলরব
পরে আছি প্রাচীন পুঁথির মতো
চিরনির্বাসিত।
শুধু একটি স্বপ্নই জেগে আছে আগামীর
প্রিয়জনের ভালোবাসায়।

অবসাদে জেগে আছি,
আমার ভেতরে আমি যেন আজ
নিঃসঙ্গ কয়েদীর মতো অবোধ বালক।
প্রহরে থাকি নিত্যদিন
একটি ভেরের স্বপ্ন দেখে।