শেরপুরে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে ও বিধিনিষেধ মানা নিশ্চিত জনসচেতনতা সৃষ্টির লক্ষে লকডাউনের প্রথম দিন থেকেই জেলা গোয়েন্দা শাখা ডিবির ব্যতিক্রমী টহল অভিযান চলমান রয়েছে। শনিবার সকাল থেকেই শহর জুড়ে এ টহল অভিযানের নেতৃত্ব দেন ডিবির ওসি মোল্লা জাকির হোসেন।

পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ করোনা নিয়ন্ত্রণে অযথা ঘোরাফেরা, দোকানপাট খোলা রাখা, জনসমাগম ব্যক্তিদের সচেতন করে যাচ্ছেন তারা। এর ফলশ্রুতিতে জনসাধারনের মাঝে লকডাউনের পুলিশের নির্দেশনা মেনেই পূর্বের মতো ঘর থেকে প্রয়োজন ব্যতীত আর বের হচ্ছেননা।
এব্যাপারে জেলা গোয়েন্দা শাখার ডিবির ওসি মোল্লা জাকির হোসেন জানান, জেলা গোয়েন্দা শাখা ডিবির পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানাসহ মাস্ক ছাড়া অযথা যেন কেউ ঘরের বাহিরে বের না হয় সেজন্য কাজ করে যাচ্ছি। সেইসাথে আমরাও সামাজিক দূরত্ব বজায় রেখে লকডাউনের ১ম দিন থেকেই তাদেরকে সচেতন করছি। সরকার ঘোষিত যে লকডাউন চলমান রয়েছে আমরা অফিসার ফোর্সদের সাথে নিয়ে মাঠ পর্যায় কাজ করছি এবং লকডাউনে আমাদের যা করনীয় তা অব্যাহত থাকবে।
