বুলবুল আহম্মেদ:শেরপুরে লকডাউনের তৃতীয় দিনেও ভাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে। ২৫ জুলাই রবিবার দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়। এসময় লকডাউন অমান্য করে শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় তাদেরকেও জরিমানা করা হয়। এছাড়াও প্রয়োজন ব্যতীত ঘর থেকে বাহিরে ঘোরাফেরা করার দায়ে পথচারী ও যানবাহন চালকদেরকে জরিমানা করা হয়। সেইসাথে অর্ধশত যানবাহন আটক করা হয়।

শেরপুর জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ এর নির্দেশনায় সদর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফিরোজ আল মামুন, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিক আল শাফিন, আকলিমা আক্তার এবং ময়মনসিংহ সেনানীবাসের ৪ বীর এর ক্যাপ্টেন তাহসিন এর নেতৃত্বে সেনা সদস্য, র্যাব ও পুলিশ সদস্যসহ শেরপুর সদর উপজেলার কুসুমহাটি ও শেরপুর পৌরসভার বিভিন্নস্থানে পৃথক পৃথক ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করা হয়। এসময় লকডাউন অমান্য করার দায়ে তাদের কাছ থেকে ১৯ টি মামলায় ২২ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।
