নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি:শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পৌরশহরের আড়াইআনী বাজারে (১৭ আগষ্ট) মঙ্গলবার দুপুরে দলের অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশের ওয়ার্কাস পার্টির জেলা শাখার উদ্যোগে সংক্ষিপ্ত আলোচনা শেষে সংগঠনের কমরেড আবুল বাশার ব্রিগেড এর পক্ষ থেকে সাংবাদিকদের মাঝে গেন্জি ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে এসময় বাংলাদেশের ওয়ার্কাস পার্টির শেরপুর জেলা শাখার সম্পাদক রাজিয়া সুলতানা সাংবাদিকদের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেন।
এতে অংশ নিয়ে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান সহ অন্যান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।
