স্টাফ রিপোর্টার: শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের চেয়ারম্যান ও”সার্কেল-৮৬/৮৭” ব্যাচের বন্ধু নুরে আলম বুধবার হার্ট স্ট্রোক করে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। তার আশু রোগ মুক্তি কামনায় সার্কেল-৭৬/৮৭ এর পক্ষ থেকে শুক্রবার সন্ধ্যায় শহরের নিউমার্কেটস্থ নিপুন হোটেলে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সার্কেল-৮৬/৮৭ এর যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক রফিক মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদরাসার সাধারণ সম্পাদক ও পৌর পার্ক ঈদ গা মাঠের ইমাম আলহাজ্ব মো. হযরত আলী। এসময় সার্কেল-৮৬/৮৭ এর নির্বাহী কমিটির সদস্য প্রভাষক মো. শওকত হোসেন, পরিহন ব্যাবসায়ী শুভ্র সাহা, ব্যাংকার গোলাম সাদী, জেলা পরিষদের সদস্য মো. নজরুল ইসলা, ব্যাবসায়ী রাশেদুল ইসলাম রানা, প্রশান্ত দাস, সুশান্তসহ অন্যান্য সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
