এএস পলাশ,জামালপুর জেলা প্রতিনিধি||জামালপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার পুলিশ সুপার জনাব নাছির উদ্দিন আহমেদ এর সভাপতিত্ত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জামালপুরের কার্যক্রম পর্যালোচনা করা হয়।

সভায় জেলায় মাদক ও চোরাচালান রোধে সজাগ থেকে কাজ করার নির্দেশ প্রদান এবং ক্লুলেস,চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন ও তদন্তের ক্ষেত্রে বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন জামালপুর জেলার পুলিশ সুপার জনাব নাছির উদ্দিন আহমেদ। পরে তিনি ডিবি সদস্যদের সমস্যা,অসুবিধার কথা শুনেন এবং বিধি মোতাবেক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।

সভায় অফিসার ইনচার্জ, ডিবি ( উত্তর/দক্ষিণ) সহ সকল ডিবি সদস্যগন উপস্থিত ছিলেন।
