শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি||শেরপুরের শ্রীবরদীতে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় পৌরসভার টিএনটি রোডের সাতানী শ্রীবরদী এলাকার মকবুল হোসেনের ছেলে জুলফিকার আলীর বাসা থেক তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো শেরপুর পৌর শহরের নাগপাড়া এলাকার মৃত আবু সাঈদের ছেলে সাইফুল ইসলাম (৩৫), দিঘারপাড় এলাকার আ: ছামাদের ছেলে কামাল মিয়া (২২), নওহাটা খোয়ারপাড় এলাকার আব্দুর রশিদের মেয়ে পারভীন বেগম (২২) ও শেরপুর সদর উপজলার চর শেরপুর ইউনিয়নের মোতালেব মিয়ার ছেলে শিপন মিয়া (২৭)।
জানা যায়, দীর্ঘদিন যাবত সাতানী শ্রীবরদী এলাকার জুলফিকারের বাসা ভাড়া নিয়ে অসামাজিক কর্যকলাপ করে আসছিল। রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল হাশিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ওই বাসা থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযাগে এক নারী ও তিন পুরুষকে আটক করে। পরে সোমবার সকাল আটক কৃতদের শেরপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল হাশিম বলেন, আটককৃতদের শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
