বুলবুল আহম্মেদ||শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক বর্ষীয়ান নেতা নুরুল আমীন এর নিজ বাড়িতে জোয়ার আসর চলাকালে তার ছেলে সাবেক ছাত্রনেতা নাজমুল হাসান রুবেল (৩৪)সহ আরো ৫জুয়ারীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টায় নালিতাবাড়ী উপজেলার আড়াইআনী চকপাড়া জুয়ারী নাজমুল হাসান রুবেল এর বৈঠক ঘর থেকে খেলার সরঞ্জামসহ হাতেনাতে ডিবি পুলিশের হাতে গ্রেফতার হন।
গ্রেফতারকৃত জুয়ারীদ্বয় হলো, চকপাড়া আড়াইআনী মহল্লার উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমীন এর ছেলে নাজমুল হাসান রুবেল (৩৪), দক্ষিন বাজার মহল্লার মৃত আবুল হাশেম এর ছেলে মান্নান মাসুম (৪৫), আবুল হোসেন’র ছেলে পারভেজ হাসান (২৪), সাহেদ উল্লার ছেলে উসমান মিয়া (৫০), ছিটপাড়া মহল্লার বাবর আলীর ছেলে সামিদুল হক (৫০)।

জুয়া বিরোধী অভিযানে নেতৃত্ব দেন ডিবির চৌকস উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আজিজুল হাসানসহ সঙ্গীয় অফিসার ফোর্স।

এক গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী এর নির্দেশে সদর সার্কেল মো. হান্নান মিয়ার সার্বিক তত্ত্বাবধানে ডিবির ওসি মোঃ রেজাউল হক এর সহযোগিতায় ডিবির একটি চৌকস অভিযানিক দল নালিতাবাড়ী উপজেলায় বিএনপি নেতা নুরুল আমীন এর বাসায় অভিযান পরিচালনা করেন। পরে জুয়া খেলা অবস্থায় ধৃত জুয়ারীদের খেলার সরঞ্জামসহ হাতেনাতে গ্রেফতার করেন।

এঘটনায় ডিবির উপ-পুলিশ পরিদর্শক এসআই আজিজুল হাসান বাদী হয়ে নালিতাবাড়ী থানায় জুয়া আইনে একটি মামলা দায়ের করেছেন।
ডিবির ওসি মো. রেজাউল হক ধৃত জুয়ারীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। আজ ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে ধৃতদের আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।