বুলবুল আহম্মেদ ||র্যালি আলোচনা সভা শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণের মধ্য দিয়ে শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন। সোমবার ৬জুন দুপুরে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুরা ফসিহ্ উল উলুম দাখিল মাদ্রাসায় এ দিবস পালন করা হয়।
দিবসটি উপলক্ষে মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের সাথে নিয়ে র্যালি করেন সবুজ আন্দোলন।
র্যালি শেষে মাদ্রাসা প্রাঙ্গনে বিভিন্ন জাতের ঔষধি ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ান।
এসময় তিনি বলেন,গাছ পরিবেশ দূষণ রোধ করে, বৈশ্বিক উষ্ণতা কমাতে বৃক্ষ সবচেয়ে বেশি ভূমিকা রেখে থাকে। তাই পরিবেশ বাঁচাতে সকলের বেশি বেশি বৃক্ষরোপণ করা উচিত। তিনি উপস্থিত সকলকে একটি করে গাছ লাগানোর আহ্বায়ক জানান।

সবুজ আন্দোলন’র আহ্বায়ক মো. মেরাজ উদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ফসিহ উল উলুম দাখিল মাদ্রাসার সাবেক সহ-সুপার আবু রাশেদ বাকের, সবুজ আন্দোলন’র সদস্য সচিব ও শেরপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, মাদ্রাসার সুপার আনোয়ারুল ইসলাম, সবুজ আন্দোলনের যুগ্ম আহ্বায়ক প্রভাষক মহিউদ্দিন সোহেল, জুবাঈদুল ইসলাম, বুলবুল
আহম্মেদ, রবিউল ইসলাম রতন, উপজেলা কমিটির সভাপতি মো.মমিনুল ইসলাম প্রমুখ।
