স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর জেলা শাখার আয়োজনে জেলা শহরের শ্রী শ্রী গোপাল জিঁউর নাট মন্দিরে ২ অক্টোবর রোববার রাত ৯ টায় শেরপুরের বিশিষ্টজনদের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর জেলা শাখার সভাপতি এডভোকেট সুব্রত দে ভানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিনয় কুমার সাহার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি। তিনি বলেন, দুর্গোৎসব উপলক্ষে ধর্ম-বর্ণ নির্বিশেষে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন, পাড়া-প্রতিবেশী একত্রিত হন, মিলিত হন আনন্দ-উৎসবে। তাই এ উৎসব সার্বজনীন।

এসময় শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহনাজ ফেরদৌস সহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময় শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সকল অতিথিগণ ডিনার উপভোগ করেন।