শ্রীবরদী সংবাদদাতা|| “হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই” এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুসের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, জেলা কৃষকলীগের সহ-সভাপতি ছালাহ উদ্দিন ছালেম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মনির হোসেন, উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মোশারফ হোসেন সাগর, উপজেলা যুবলীগের সভাপতি মো লিয়াকত হোসেন লিটন, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মো. ফখরুজ্জামান সেলিম, উপজেলা যুবলীগ নেতা মো. জিয়াউল আলম রিপন
র্যালিতে অংশ গ্রহণ করে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীবৃন্দ।
