শ্রীবরদী সংবাদদাতা||জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু মরহুম হুসাইন মুহাম্মদ এরশাদের বিকেন্দ্রীকরণের অন্যান্য দৃষ্টি উপজেলা ব্যবস্থার প্রবর্তক ২৩ অক্টোবর বিকেলে শ্রীবরদীতে উপজেলা দিবস পালিত হয়েছে।

শ্রীবরদী উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে দলের উপজেলা পরিষদ সড়কস্থ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মো. নুরু জামানের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা পদ্ধতির রুপকার ও প্রবর্তক পল্লী বন্ধু এরশাদের শাসন আমলের উন্নয়ন কর্মকাণ্ডের চিএ অবদান ও উপজেলা সৃষ্টির নানা দিক তুলে বক্তব্য রাখেন, শ্রীবরদী উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব তারেক মুহম্মদ আবদুল্লাহ রানা, যুগ্ম আহব্বায়ক মো. মোস্তাফিজুর রহমান পারভেজ,
শ্রীবরদী সদর ইউনিয়নের সভাপতি মো. খুয়াজ আলী, কাকিলাকুড়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. হামিদুল্লাহ মন্ডল, জাতীয় পার্টির অন্যতম নেতা মো. শামসুল হক, মো. লিপন মিয়া প্রমুখ।
এ সময় শ্রীবরদী উপজেলা জাতীয় পার্টি ও তার অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
