শ্রীবরদী সংবাদদাতা|| শিক্ষা সবার অধিকার, এই হোক আমাদের অঙ্গিকার” এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম এলাহী আকন্দকে ক্রেষ্ট দিয়ে শুভেচ্ছা বিনিময় করলেন স্বেচ্ছাসেবি সংগঠন “শিক্ষার আলোই বাংলাদেশ” শ্রীবরদী উপজেলা শাখা।
২৩ অক্টোবর রবিবার দুপুরে উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে ওই সংগঠনের নেতৃবৃন্দ ক্রেষ্ট এর মাধ্যমে
শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষার আলোই বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা পরিচালক সাজিদ হাসান শান্ত। শিক্ষা আলোই বাংলাদেশ শ্রীবরদী উপজেলা শাখার উপদেষ্টা ও মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার মোশাররফ হোসেন, শিক্ষা আলোই বাংলাদেশ শ্রীবরদী উপজেলা শাখার সভাপতি সোহানুর রহমান সুমন, সহ সভাপতি তারেক মাহমুদ, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ বিজয়, সহপ্রচার সম্পাদক আব্দুল কুদ্দুস ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
