শ্রীবরদী সংবাদদাতা: শেরপুরের শ্রীবরদী থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
২৭ অক্টোবর বৃহস্পতিবার রাত ভর নালিতাবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীনের তত্ত্বাবধানে শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাসের নেতৃত্বে এস আই সেলিম মিয়া, এসআই নুর ইসলাম ও এএসআই জুবাইদ ও কামরুল সঙ্গীয় পুলিশের অভিযানিক দল পৃথক পৃথক অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা ধারী ৪ জন ও মাদক মামলায় ১ জনসহ ৫ জনকে গ্রেফতার করেছে।
ওসি বিপ্লব কুমার বিশ্বাস গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
