নকলা সংবাদদাতা:শেরপুরের নকলায় গ্রাহকবৃন্দকে অত্যাধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে পূবালী ব্যাংক লিমিটেড নকলা উপশাখার কার্যক্রম শুরু করেছে।

সোমবার (২৩ জানুয়ারি) বেলা ১২ ঘটিকায় প্রধান অতিথি হিসেবে ১২৯ তম উক্ত উপশাখাটি উদ্বোধন করেন পূবালী ব্যাংক লিমিটেডের ময়মনসিংহ বিভাগীয় উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর টাউন শাখার ব্যবস্থাপক মোহাম্মদ দেলখোশ আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, দুদক এর পিপি এডভোকেট মোখলেছুর রহমানসহবিশিষ্ট ব্যবসায়ীগণ এবং পূবালী ব্যাংকের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।