বুলবুল আহম্মেদ: শেরপুরে জেলা গোয়েন্দা শাখা ডিবির অভিযানে ৭ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় অভিযান পরিচালনা করে ওই জুয়াড়িদের গ্রেফতার করা হয়। ২৫ জানুয়ারি বুধবার গভীর রাতে ডিবির ওসি মোহাম্মদ মুশফিকুর রহমান এর নির্দেশে উপ-পুলিশ পরিদর্শক এসআই সাইফুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এতে সেখানে থাকা ৭জনকে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ৭হাজার ১শত ৮০ টাকাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, কৃষ্ণপুর এলাকার মো. মোফাজ্জল হোসেন (৫০),মোজাম্মেল হক (৫২) মোঃ নূর ইসলাম (৪৫) মো. আনোয়ার হোসেন (৪০) মো. হুশিয়ার মিয়া (৪৫) মো. মুসলিম উদ্দিন (২৮) মো. হযরত আলী (২৪)।
এব্যাপারে জেলা গোয়েন্দা শাখার ডিবির ওসি মোহাম্মদ মুশফিকুর রহমান জুয়াড়িদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। ধৃতদের নামে শেরপুর সদর থানায় জুয়া আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। জুয়াড়িদের গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে ডিবি পুলিশ। ধৃত জুয়াড়িদের বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
